১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

বেগমগঞ্জে চুরি–দস্যুতা–ডাকাতি মামলার পলাতক বাবু গ্রেফতার ,আছে ১২ মামলা

  • আপডেট: ১০:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চুরি,দস্যুতা ও ডাকাতিসহ মোট ১২ মামলার পলাতক আসামি আরাফাত হোসেন বাবুকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩।

নোয়াখালীর বেগমগঞ্জে থেকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু।

র‍্যাব জানায়,গ্রেফতারকৃত আরাফাত হোসেন বাবু—পিতা ইয়াছিন হোসেন,সাং গনিপুর,৬নং ওয়ার্ড,চৌমুহনী পৌরসভা—নোয়াখালীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিলেন। তিনি বেগমগঞ্জ থানার একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

ওয়ারেন্ট পর্যালোচনা করে দেখা যায়,বাবুর বিরুদ্ধে চুরি, দস্যুতা ও ডাকাতিসহ মোট ১২টি মামলা রয়েছে। তিনি একটি সক্রিয় ডাকাত চক্রের সদস্য এবং বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধে জড়িত ছিলেন।

তিনি বলেন,পেশাদার ও পলাতক এই অপরাধীকে ধরতে র‍্যাব-১১ দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল। এরপর গোপন সংবাদ পেয়ে শনিবার দুপুর সাড়ে ২টার দিকে বেগমগঞ্জের মিরওয়ারিশপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

আটকের পর বাবু নিজ পরিচয় নিশ্চিত করে এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ও স্বীকার করে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বেগমগঞ্জে চুরি–দস্যুতা–ডাকাতি মামলার পলাতক বাবু গ্রেফতার ,আছে ১২ মামলা

আপডেট: ১০:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চুরি,দস্যুতা ও ডাকাতিসহ মোট ১২ মামলার পলাতক আসামি আরাফাত হোসেন বাবুকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩।

নোয়াখালীর বেগমগঞ্জে থেকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু।

র‍্যাব জানায়,গ্রেফতারকৃত আরাফাত হোসেন বাবু—পিতা ইয়াছিন হোসেন,সাং গনিপুর,৬নং ওয়ার্ড,চৌমুহনী পৌরসভা—নোয়াখালীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিলেন। তিনি বেগমগঞ্জ থানার একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

ওয়ারেন্ট পর্যালোচনা করে দেখা যায়,বাবুর বিরুদ্ধে চুরি, দস্যুতা ও ডাকাতিসহ মোট ১২টি মামলা রয়েছে। তিনি একটি সক্রিয় ডাকাত চক্রের সদস্য এবং বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধে জড়িত ছিলেন।

তিনি বলেন,পেশাদার ও পলাতক এই অপরাধীকে ধরতে র‍্যাব-১১ দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল। এরপর গোপন সংবাদ পেয়ে শনিবার দুপুর সাড়ে ২টার দিকে বেগমগঞ্জের মিরওয়ারিশপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

আটকের পর বাবু নিজ পরিচয় নিশ্চিত করে এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ও স্বীকার করে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।