ঢাকার মিরপুরে ‘তারুণ্যের উৎসব-২০২৫ আয়োজন করল কোস্ট গার্ড
- আপডেট: ০৬:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকার মিরপুর সরকারি বাংলা কলেজে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম ‘তারুণ্যের উৎসব–২০২৫’। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের উদ্যোগে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান,উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে দায়িত্ব পালনের পাশাপাশি কোস্ট গার্ড দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তরুণ শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতেই এ আয়োজন।
কর্মশালায় আসন্ন নির্বাচনে কোস্ট গার্ডের সার্বিক প্রস্তুতি, দাঙ্গা দমন কৌশলসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনি প্রক্রিয়া, ভোটাধিকার প্রয়োগ, গুজব ও বিভ্রান্তি এড়িয়ে চলা এবং শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
এতে কলেজটির প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের নাগরিক দায়িত্ববোধ,নির্বাচনি সচেতনতা ও সামাজিক প্রতিশ্রুতিবোধ জোরদার করাই কর্মশালার মূল লক্ষ্য ছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখবে।



















