১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

যাত্রাবাড়ীতে ২৩ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার,কাভার্ডভ্যান জব্দ

  • আপডেট: ১০:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের দুজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতারকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ক্যাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী (সুমন)।

তিনি জানান,এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন কাজলা ব্রীজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে একটি নেভি ব্লু রঙের একটি কাভার্ড ভ্যান থামানোর সংকেত দিলে ভ্যানের দুই যাত্রী পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে ভ্যানসহ দুজনকে আটক করে। তল্লাশিতে কাভার্ড ভ্যানের ভিতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত প্রায় ২৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৭৮ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়,গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে ২৩ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার,কাভার্ডভ্যান জব্দ

আপডেট: ১০:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের দুজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতারকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ক্যাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী (সুমন)।

তিনি জানান,এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন কাজলা ব্রীজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে একটি নেভি ব্লু রঙের একটি কাভার্ড ভ্যান থামানোর সংকেত দিলে ভ্যানের দুই যাত্রী পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে ভ্যানসহ দুজনকে আটক করে। তল্লাশিতে কাভার্ড ভ্যানের ভিতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত প্রায় ২৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৭৮ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়,গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।