নোয়াখালীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৬:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক।
সভায় অক্টোবর ২০২৫ মাসের অপরাধ দমন,সার্বিক কর্মমূল্যায়ন এবং বিশেষ কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের ২৪ জন কর্মকর্তা ও ফোর্স সদস্যকে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার নোয়াখালী মহোদয় নিজ হাতে পুরস্কার তুলে দেন।
কল্যাণ সভার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.লিয়াকত আকবর,অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ.ন.ম.ইমরান খান,সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাশসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।
এ ছাড়া সকল থানার অফিসার ইনচার্জ, ইনস্পেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় নোয়াখালী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি,পুলিশ সদস্যদের কল্যাণ,পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীলতা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।




















