সামাজিক মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন হেলে পড়ার খবর, যা জানালো ফায়ার সার্ভিস
- আপডেট: ০১:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
শুক্রবার সকালে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিন সকাল ১০টা ৩৭ মিনিটে অনুভূত এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী থাকলেও এতে তিনজনের প্রাণহানির পাশাপাশি প্রভাব পড়েছে রাজধানীর নানা স্থাপনায়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু তথ্যের মধ্যে বিভ্রান্তির ঘটনাও ঘটেছে। বিশেষ করে ‘প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন হেলে পড়েছে’—বলে যে খবরটি ছড়িয়ে পড়েছে সেটি ভুয়া বলে নিশ্চিত করেছে কার্যালয়ের একাধিক সূত্র।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর তারাও পেয়েছেন। সেখানে টিম গিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদী। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পকে কেন্দ্র করে ঢাকার কয়েকটি এলাকায় যেসব ঘটনা ঘটেছে—
হাতিরঝিল:এলাকাটির একটি ভবন হেলে পড়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ভবনটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিউমার্কেট:একটি বহুতল ভবন হেলে পড়ার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন শুরু করেছে।
বংশাল:একটি ভবনের সিঁড়ির রেলিং ধসে নিচে পড়ে ৩ জনের মৃত্যু এবং অন্তত একজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
আরমানিটুলা কসাইতলী:পুরোনো একটি ভবনের অংশ ধসে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সেখানে উদ্ধার তৎপরতা চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়:ভূমিকম্পের সময় আতঙ্কে আবাসিক হল থেকে লাফ দিয়ে অন্তত ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিন সাতসকালে হঠাৎই কম্পনে রাজধানীর অনেকেই ঘরবাড়ি,অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে।




















