মাদকবিরোধের জেরে গুলিতে যুবক আইসিইউতে, এজাহারনামীয় আসামি র্যাবের জালে
- আপডেট: ১১:২৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর জুরাইনে মাদক কারবারীদের বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প। গ্রেফতারকৃত আসামির নাম–মো. ইব্রাহীম হোসেন।
রবিবার (২৩ নভেম্বর) রাতে র্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়,গত ২২ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে কদমতলী থানার জুরাইন ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার মোড়ে ভয়াবহ সশস্ত্র হামলার এই ঘটনা ঘটে। স্থানীয় সন্ত্রাসী চানু-জহির গ্রুপের মাদকবিরোধী পূর্ববিরোধের জেরে ভুক্তভোগী মো. শাহীন বেপারীকে লক্ষ্য করে হামলা চালায় গ্রুপটির সদস্যরা।
হামলার সময় শাহীন আত্মরক্ষায় দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামিরা তাকে ধরে ফেলে। এসময় গ্রুপের প্রধান চান মিয়া ওরফে চানু তার হাতে থাকা পিস্তল দিয়ে শাহীন বেপারীর মাথায় লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুরুতর গুলিবিদ্ধ হয়ে শাহীন ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে চানু ও মো.জহিরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অন্যান্য আসামিরা পালিয়ে যায়।
গুলিবিদ্ধ শাহীনকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
র্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে,ঘটনার পর ভিকটিমের ভাইয়ের অভিযোগে কদমতলী থানায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব-১০ এর সহযোগিতা চায়। তারই ভিত্তিতে
র্যাব-১০ এর আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আজ বিকাল ৩টা ১৫ মিনিটে কদমতলী থানার চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে এজাহারনামীয় আসামি মো.ইব্রাহীম হোসেনকে গ্রেফতার করে।
র্যাব জানায়,গ্রেফতারকৃত ইব্রাহীমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





















