র্যাবের অভিযান:নোয়াখালীতে ৪ কেজি গাঁজা ও বিদেশি মদসহ পলাতক মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ১০:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৫০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশি মদসহ পাঁচটি মাদক মামলার পলাতক আসামি মানিক হোসেনকে গ্রেফতার করেছে
র্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী ক্যাম্পের সদস্যরা।
রবিবার দুপুরে বেগমগঞ্জের জমিদারহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ১টা ২০ মিনিটে অভিযান চালিয়ে মানিক হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মানিক হোসেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়,দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদ সংগ্রহ করে লক্ষ্মীপুরের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
র্যাব জানায়,গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে কমলনগর,রামগতি ও ফেনী এলাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলো দীর্ঘদিন ধরে চলমান।




















