০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক,উদ্ধার ৭

  • আপডেট: ০৫:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০১৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ি এলাকায় বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়,গোয়েন্দা তথ্য ও পূর্বে আটককৃত পাচারকারীদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে একদল পাচারকারী বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া সংলগ্ন গহিন পাহাড়ে বেশ কয়েকজন নারী ও শিশুকে আটকে রেখেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী রবিবার ( ৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়া যৌথভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ সাতজনকে জীবিত উদ্ধার করা হয়। একই সময় তিনজন মানব পাচারকারীকে আটক করে আভিযানিক দল। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের লুকিয়ে রাখা আস্তানা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে কোস্ট গার্ড আরও জানায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে বিদেশে উন্নত জীবনের স্বপ্ন,উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে পাচারের পরিকল্পনা করে আসছিল। ভুক্তভোগীদের আটকে রেখে ভয়-ভীতি প্রদর্শন ও নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল।

এ ঘটনায় উদ্ধারকৃত ব্যক্তিদের,জব্দ করা অস্ত্র এবং আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ডের অভিযান: অস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক,উদ্ধার ৭

আপডেট: ০৫:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ি এলাকায় বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়,গোয়েন্দা তথ্য ও পূর্বে আটককৃত পাচারকারীদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে একদল পাচারকারী বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া সংলগ্ন গহিন পাহাড়ে বেশ কয়েকজন নারী ও শিশুকে আটকে রেখেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী রবিবার ( ৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়া যৌথভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ সাতজনকে জীবিত উদ্ধার করা হয়। একই সময় তিনজন মানব পাচারকারীকে আটক করে আভিযানিক দল। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের লুকিয়ে রাখা আস্তানা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে কোস্ট গার্ড আরও জানায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে বিদেশে উন্নত জীবনের স্বপ্ন,উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে পাচারের পরিকল্পনা করে আসছিল। ভুক্তভোগীদের আটকে রেখে ভয়-ভীতি প্রদর্শন ও নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল।

এ ঘটনায় উদ্ধারকৃত ব্যক্তিদের,জব্দ করা অস্ত্র এবং আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।