তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি
- আপডেট: ০৫:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের আহ্বান জানিয়েছে ডব্প যুব ফোরাম। আগামী প্রজন্মকে তামাকের ভয়াবহতায় থেকে রক্ষা করতে এই দাবি জানান তারা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকালে মিরপুর ১০-এ আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, সময়ক্ষেপণ আর চলতে পারে না। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি তারা অনুরোধ জানান—তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনীটি দ্রুত পাস করে জনস্বাস্থ্য রক্ষায় শক্ত অবস্থান নিতে।
তারা জানান, টোব্যাকো এটলাস ২০২৫-এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়। প্রতিদিন গড়ে ৩৫৭ জন মানুষের মৃত্যু হয় তামাকের কারণে, অসুস্থ হয় আরও লক্ষাধিক মানুষ। হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসরোগ, ক্যানসার, কিডনি রোগসহ অসংক্রামক রোগের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে।
যুব প্রতিনিধিরা বলেন, সাম্প্রতিক কিছু উদ্যোগ সত্ত্বেও দেশে তামাক ব্যবহারের হার এখনো দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। উপদেষ্টা পরিষদের বিলম্বের মূল্য মানুষকে প্রাণ দিয়ে দিতে হচ্ছে। প্রতিবছর তামাকের কারণে অর্থনৈতিক ক্ষতিও দাঁড়ায় প্রায় ৩৯.২ হাজার কোটি টাকা। প্রস্তাবিত সংশোধনীটি পাস হলে একই সঙ্গে তামাক ব্যবহার কমবে এবং এই স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতি বড়ভাবে হ্রাস পাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদিব বলেন, বাংলাদেশ ছিল ডব্লিউএইচওর এফসিটিসি-তে স্বাক্ষরকারী প্রথম দেশ। তারপরও এখনো ধূমপানমুক্ত পরিবেশ ও তামাক বিজ্ঞাপন নিষিদ্ধকরণে আমরা সর্বোচ্চ মানে পৌঁছাতে পারিনি। নতুন সংশোধনী পাস হলে আইনটি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত বলেন, তরুণদের দিকেই সবচেয়ে বেশি নজর তামাক কোম্পানিগুলোর। সিগারেট, ই-সিগারেটের পর এখন তারা নিকোটিন পাউচের মাধ্যমে নতুন ফাঁদ পেতেছে। ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ উৎপাদন কারখানার অনুমোদন দেয়ার ঘটনাও তিনি তুলে ধরেন। তার ভাষায়, এই কূটকৌশল বন্ধে সংশোধনী পাস করা জরুরি।
মানববন্ধনে যুব প্রতিনিধিরা তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের ছয়টি প্রস্তাব তুলে ধরেন—
1. সকল পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বাতিল
2. বিক্রয়কেন্দ্রে তামাক পণ্যের প্রদর্শন নিষিদ্ধ
3. তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম নিষিদ্ধ
4. ই-সিগারেটের ক্ষতি থেকে শিশু-কিশোর ও তরুণদের সুরক্ষা
5. খুচরা ও খোলা তামাক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ
6. সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইউসেপ বাংলাদেশে ডব্প আয়োজিত এক কর্মশালায় অংশ নেন।





















