চাঁদপুরে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
- আপডেট: ০৫:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চাঁদপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত হাইমচর থানাধীন কোস্ট গার্ড আউটপোস্ট নয়আনি লক্ষীপুর এলাকায় এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে মোট ৪৫০ জন অসহায়,দরিদ্র,দুঃস্থ ও শিশু রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।
বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন,বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মসূচি অব্যাহত রাখবে।





















