উত্তরা পশ্চিম থানার অভিযান:উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০,ওয়াকিটকি উদ্ধার
- আপডেট: ০৪:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রবিবার উত্তরা পশ্চিম থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
ররিবার ( ১৪ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিক আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান,অভিযানে নিয়মিত মামলায় ২ জন,সিআর পরোয়ানা মূলে ১ জন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হয়েছেন আহমদুল ইসলাম মইন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ পেনাল কোডের মামলায় গ্রেফতার করা হয়েছে তানভীর আহমেদকে। এছাড়া সিআর পরোয়ানা মূলে গ্রেফতার হয়েছেন দীপক চন্দ্র দাস।
ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতার হওয়া আসামিরা হলেন— আল ফারহাতুল,রিফাত আলী,মো.হাসান আলী,শাকিল মিয়া, মো.অন্তর মিয়া,মো.হোসেন এবং মো.রনি। এসময় অভিযানে একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।




















