‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’,২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের ছয় থানায় গ্রেফতার ১০০
- আপডেট: ০৫:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’,রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০০ জনকে গ্রেফতার করেছে।
সোমবার তেজগাঁও বিভাগের ছয় থানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান।
তিনি জানান,গতকাল তেজগাঁও বিভাগের অধীন বিভিন্ন থানায় পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে ১০০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ১৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১৯ জন,মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১৬ জন, আদাবর থানা এলাকা থেকে ৮ জন,শেরেবাংলা নগর থানা এলাকা থেকে সর্বোচ্চ ২২ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।





















