কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান: মুন্সিগঞ্জে প্রায় ৩২ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- আপডেট: ০৮:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মুন্সিগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল ৫টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সিগঞ্জ সদর থানাধীন চাম্পাতলা পান্না সিনেমা হল সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় অবস্থিত দুটি জাল তৈরির কারখানা ও একটি গোডাউনে তল্লাশি চালানো হয়।
তল্লাশি চলাকালে প্রায় ৩১ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, জাল তৈরির কাজে ব্যবহৃত ৫০ হাজার পিস সুতার রিল এবং ৫০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জাল উৎপাদন ও বিপণন বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




















