০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ১১:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর খিলগাঁও থানা দক্ষিণ গোড়ান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল।

শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে এই অভিযান চালানো হয়। গ্রেফতার তারেক বরিশালের আগৈলঝাড়া থানার নিমারপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহীদুল ইসলাম।

ডিবি সূত্রে জানা যায়, তারেক দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তার (তারেক) রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানা গেছে, সে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্তমান প্রচার সম্পাদক ছিলেন। এর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্রেফতারের বিষয়ে ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, ‘তারেকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের হয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট: ১১:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর খিলগাঁও থানা দক্ষিণ গোড়ান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল।

শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে এই অভিযান চালানো হয়। গ্রেফতার তারেক বরিশালের আগৈলঝাড়া থানার নিমারপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহীদুল ইসলাম।

ডিবি সূত্রে জানা যায়, তারেক দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

তার (তারেক) রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানা গেছে, সে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্তমান প্রচার সম্পাদক ছিলেন। এর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্রেফতারের বিষয়ে ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, ‘তারেকের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের হয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।