বাথরুমের মধ্যে ইয়াবা লুকিয়েছিল মাদক কারবারিরা, রাজমিস্ত্রী এনে উদ্ধার করল র্যাব
- আপডেট: ০৯:০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০২১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ডেমরা থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের এক হাজার নয় পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩ লাখ ৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন–জসিম উদ্দিন ও কেয়া আক্তার।
জানা গেছে,র্যাবের উপস্থিতি টের পেয়ে বাথরুমের মধ্যে ইয়াবা ট্যাবলেটগুলো লুকিয়ে রেখেছিল মাদক কারবারিরা। পরে রাজমিস্ত্রী এনে বাথরুমের মধ্যে রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার রাতে র্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,এদিন বিকাল সাড়ে তিনটার দিকে র্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় এক হাজার নয় পিস ইয়াবাসহ জসিম উদ্দিন এবং কেয়া আক্তার নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়,গ্রেফতারকৃতা পেশাদার মাদক কারবারি। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
র্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হাসান সিদ্দিকী বলেন,মাদক সমাজের ভয়াবহ ব্যাধি। এটি তরুণ সমাজকে ধ্বংস করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়নে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও মাদক,অস্ত্র,সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।




















