শুভ প্রবারণা পূর্ণিমা ও চিমিতং পূজা উদযাপন উপলক্ষে পুলিশ সুপারের অংশগ্রহণ
- আপডেট: ০২:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১৮০৪১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
শুভ প্রবারণা পূর্ণিমা ও চিমিতং পূজা-২০২৫ উদযাপন উপলক্ষে অংশগ্রহণ করছে পার্বত্য জেলার রাঙ্গামাটি পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
সোমবার ( ৬ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজবন বিহারে উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদ ও পুণ্যার্থীবৃন্দের আয়োজনে শুভ প্রবারণা পূর্ণিমা ও চিমিতং পূজা-২০২৫ উপলক্ষে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান এবং বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে অর্থদানসহ নানাবিধ পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত পুণ্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস.এম.ফরহাদ হোসেন।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





















