মা ইলিশ সংরক্ষণ: নৌ পুলিশের অভিযানে ইলিশ ও অবৈধ জাল জব্দ
 
																
								
							
                                - আপডেট: ১০:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১৮০২৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫ উপলক্ষে সারা দেশে অভিযান পরিচালনা করছে নৌ পুলিশ। এরই অংশ হিসেবে আজ সোমবার (৬ অক্টোবর) নৌ পুলিশ বরিশাল অঞ্চলের হিজলা নৌ ফাঁড়ির অফিসার ও ফোর্স হিজলা মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ মাছ ও অবৈধ জাল জব্দ করেছে।
অপরদিকে,নৌ পুলিশ ঢাকা অঞ্চলের ডেমরা ও রাজাখালী নৌ ফাঁড়ির টিমের সমন্বয়ে সফল এক অভিযানে মা ইলিশ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাছ পরে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
সোমবার (৬ অক্টোবর) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫-এর অংশ হিসেবে সারাদেশে ২২ দিনের (৪ থেকে ২৬ অক্টোবর) নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে ইলিশ আহরণ,পরিবহন,মজুদ,ক্রয়–বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নৌ পুলিশসহ সংশ্লিষ্ট অধিদপ্তর ও সংস্থাগুলো মাঠপর্যায়ে অভিযান পরিচালনা ও সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে। মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নদী তীরবর্তী এলাকায় লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

 
																			 
																		




















