০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান: পাঁচ দিনে গ্রেফতার ৩২৮

  • আপডেট: ০১:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ১৮০১৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান চালিয়ে পাঁচ দিনে ৩২৮ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণে সারাবছর নিয়মিত অভিযানের পাশাপাশি নৌ পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে চলতি বছরের ‘মা ইলিশ’সংরক্ষণ অভিযানে গত ৪ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের দিকনির্দেশনায় দেশব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অঞ্চলে একযোগে অভিযান পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,অভিযানের প্রথম পাঁচ দিনে নৌ পুলিশ ৩ কোটি ছিয়ানব্বই লক্ষ চৌত্রিশ হাজার পঞ্চাশ মিটার নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,৩ হাজার নয়শ সাতাশ কেজি মাছ উদ্ধার এবং ১৪০টি নৌযান আটক করেছে। এসময় ৮৫টি মোবাইল কোর্ট পরিচালনা, ৮৪টি মামলা রুজু এবং ৩২৮ জনকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য,সরকার ঘোষিত ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযানের সময় (৪–২৫ অক্টোবর ২০২৫) ইলিশসহ সকল প্রকার মৎস্য আহরণ, পরিবহন,মজুদ, ক্রয়–বিক্রয়,প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান: পাঁচ দিনে গ্রেফতার ৩২৮

আপডেট: ০১:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান চালিয়ে পাঁচ দিনে ৩২৮ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণে সারাবছর নিয়মিত অভিযানের পাশাপাশি নৌ পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে চলতি বছরের ‘মা ইলিশ’সংরক্ষণ অভিযানে গত ৪ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের দিকনির্দেশনায় দেশব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অঞ্চলে একযোগে অভিযান পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,অভিযানের প্রথম পাঁচ দিনে নৌ পুলিশ ৩ কোটি ছিয়ানব্বই লক্ষ চৌত্রিশ হাজার পঞ্চাশ মিটার নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,৩ হাজার নয়শ সাতাশ কেজি মাছ উদ্ধার এবং ১৪০টি নৌযান আটক করেছে। এসময় ৮৫টি মোবাইল কোর্ট পরিচালনা, ৮৪টি মামলা রুজু এবং ৩২৮ জনকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য,সরকার ঘোষিত ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযানের সময় (৪–২৫ অক্টোবর ২০২৫) ইলিশসহ সকল প্রকার মৎস্য আহরণ, পরিবহন,মজুদ, ক্রয়–বিক্রয়,প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।