০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

হযরত শাহজালালে ৬৫ ভরি স্বর্ণসহ দুজন আটক, একজন বেবিচকের কর্মচারী

  • আপডেট: ০৪:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ১৮০২০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম (৬৫.২ ভরি) স্বর্ণালঙ্কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আটক দুজন হলেন—মো. কবির হোসেন ও কুদ্দুছ । এদের মধ্যে কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত।

এপিবিএন সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ২২ মিনিটে বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল-১ এর ৩ নম্বর গ্লাস গেটের সামনে কবির হোসেন গোপনে কুদ্দুছের হাতে একটি ছোট ব্যাগ দেন। এ সময় উপস্থিত যাত্রীদের সন্দেহ হলে গোলযোগের সৃষ্টি হয়। পরে এয়ারপোর্ট আর্মড পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাদের এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের

অফিসে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় তিনটি ছোট নীল ব্যাগ থেকে চারটি স্বর্ণবারসহ মোট ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়,উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলো বিদেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে দেশে আনা হয় এবং শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর ব্যবহার করে চোরাচালানের উদ্দেশ্যে সরবরাহের পরিকল্পনা ছিল।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়,আটককৃতরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিল। ঘটনার পর তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায় মামলা (নম্বর–০৮, তারিখ–১০/১০/২০২৫) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবে সতর্ক দৃষ্টি রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হযরত শাহজালালে ৬৫ ভরি স্বর্ণসহ দুজন আটক, একজন বেবিচকের কর্মচারী

আপডেট: ০৪:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম (৬৫.২ ভরি) স্বর্ণালঙ্কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আটক দুজন হলেন—মো. কবির হোসেন ও কুদ্দুছ । এদের মধ্যে কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত।

এপিবিএন সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ২২ মিনিটে বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল-১ এর ৩ নম্বর গ্লাস গেটের সামনে কবির হোসেন গোপনে কুদ্দুছের হাতে একটি ছোট ব্যাগ দেন। এ সময় উপস্থিত যাত্রীদের সন্দেহ হলে গোলযোগের সৃষ্টি হয়। পরে এয়ারপোর্ট আর্মড পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাদের এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের

অফিসে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় তিনটি ছোট নীল ব্যাগ থেকে চারটি স্বর্ণবারসহ মোট ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়,উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলো বিদেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে দেশে আনা হয় এবং শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর ব্যবহার করে চোরাচালানের উদ্দেশ্যে সরবরাহের পরিকল্পনা ছিল।

এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়,আটককৃতরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিল। ঘটনার পর তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায় মামলা (নম্বর–০৮, তারিখ–১০/১০/২০২৫) দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবে সতর্ক দৃষ্টি রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”