০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

হঠাৎ নজিরবিহীন নিরাপত্তা ঢাকায় মার্কিন দূতাবাসে, সোয়াত-বোম্ব ডিসপোজাল মোতায়েন

  • আপডেট: ১০:০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ১৮০১৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হঠাৎ করে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সোমবার(১৩ অক্টোবর) দিবাগত রাত থেকে দূতাবাসটির নিরাপত্তায় যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট। সরেজমিনে দেখা গেছে,রাজধানীর বারিধারায় অবস্থিত দূতাবাস এলাকায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) টিম,বোম্ব ডিসপোজাল ইউনিট এবং বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এ সময় নিরাপত্তা তদারকি করেন গুলশান বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) আলী আহমেদ মাসুদ জানান,“এটা আমাদের রুটিন ডিউটির অংশ। মাঝেমধ্যে মনে হলে নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন আছে।”

তবে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সম্প্রতি মার্কিন দূতাবাসে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য পেয়েছে কর্তৃপক্ষ। তিনজন বাংলাদেশি নাগরিককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে— যাদের নাম, ঠিকানা ও ছবি দূতাবাস থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই তথ্য পাওয়ার পরই সোমবার রাত ৯টার পর থেকে দূতাবাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপি,সিটিটিসি,এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

বর্তমানে পুরো দূতাবাস এলাকা ও আশপাশের অঞ্চলজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হঠাৎ নজিরবিহীন নিরাপত্তা ঢাকায় মার্কিন দূতাবাসে, সোয়াত-বোম্ব ডিসপোজাল মোতায়েন

আপডেট: ১০:০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হঠাৎ করে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সোমবার(১৩ অক্টোবর) দিবাগত রাত থেকে দূতাবাসটির নিরাপত্তায় যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট। সরেজমিনে দেখা গেছে,রাজধানীর বারিধারায় অবস্থিত দূতাবাস এলাকায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) টিম,বোম্ব ডিসপোজাল ইউনিট এবং বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এ সময় নিরাপত্তা তদারকি করেন গুলশান বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) আলী আহমেদ মাসুদ জানান,“এটা আমাদের রুটিন ডিউটির অংশ। মাঝেমধ্যে মনে হলে নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন আছে।”

তবে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সম্প্রতি মার্কিন দূতাবাসে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য পেয়েছে কর্তৃপক্ষ। তিনজন বাংলাদেশি নাগরিককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে— যাদের নাম, ঠিকানা ও ছবি দূতাবাস থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই তথ্য পাওয়ার পরই সোমবার রাত ৯টার পর থেকে দূতাবাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপি,সিটিটিসি,এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

বর্তমানে পুরো দূতাবাস এলাকা ও আশপাশের অঞ্চলজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।