১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

স্ত্রীকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে,২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার স্বামী

  • আপডেট: ০২:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ১৮০১৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে পলায়ন করেছিলেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।

পুলিশ জানায়,গত রবিবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে নিজের বাসায় স্ত্রী তাসলিমা আক্তারকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন নজরুল ইসলাম। হত্যার পর লাশ গামছা, বিছানার চাদর ও ওড়না দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেন তিনি। এরপর রক্তমাখা তোষক উল্টে দেন,মেঝে পরিষ্কার করেন এবং নিজের জামাকাপড় ধুয়ে ফেলেন—সবকিছু যেন স্বাভাবিক মনে হয়, সেই চেষ্টা করেন।

পরদিন সকালে তিনি দুই মেয়েকে বলেন,তাদের মা নাকি অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে গেছেন। কিন্তু ঘরের দেয়ালে রক্তের দাগ দেখে সন্দেহ হয় বড় মেয়ে নাজনীন আক্তারের। পরে নজরুল ইসলাম দুই মেয়েকে নানার বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে রাজধানীর আদাবরে ফুফুর বাসায় রেখে পালিয়ে যান।

১৩ অক্টোবর সন্ধ্যায় তাসলিমা আক্তারের ভাই নাঈম হোসেন ও ভিকটিমের দুই মেয়ে কলাবাগান থানায় গিয়ে অভিযোগ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করে এবং ফ্রিজের ভেতর থেকে তাসলিমা আক্তারের মরদেহ উদ্ধার করে।

এরপর মামলা রুজু করে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় নজরুল ইসলামের অবস্থান শনাক্ত করে।

বুধবার(১৫ অক্টোবর) দুপুরে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ব্রিফিং করে জানান,মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বংশালের নবাবপুর রোড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বাসার ওয়্যারড্রোব থেকে হত্যায় ব্যবহৃত ধারালো দা উদ্ধার করে পুলিশ।

ডিসি আরও জানান,দাম্পত্য কলহ ও অবিশ্বাস থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। নজরুল ইসলাম স্ত্রীকে পরপুরুষের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে নিয়মিত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। পাশাপাশি তিনি আশঙ্কা করতেন,স্ত্রী তার সম্পত্তি ও ব্যাংক হিসাবের টাকা হাতিয়ে নেবে।

মাসুদ বলেন,’চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই হন্তারক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

স্ত্রীকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে,২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার স্বামী

আপডেট: ০২:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে পলায়ন করেছিলেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।

পুলিশ জানায়,গত রবিবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে নিজের বাসায় স্ত্রী তাসলিমা আক্তারকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন নজরুল ইসলাম। হত্যার পর লাশ গামছা, বিছানার চাদর ও ওড়না দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেন তিনি। এরপর রক্তমাখা তোষক উল্টে দেন,মেঝে পরিষ্কার করেন এবং নিজের জামাকাপড় ধুয়ে ফেলেন—সবকিছু যেন স্বাভাবিক মনে হয়, সেই চেষ্টা করেন।

পরদিন সকালে তিনি দুই মেয়েকে বলেন,তাদের মা নাকি অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে গেছেন। কিন্তু ঘরের দেয়ালে রক্তের দাগ দেখে সন্দেহ হয় বড় মেয়ে নাজনীন আক্তারের। পরে নজরুল ইসলাম দুই মেয়েকে নানার বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে রাজধানীর আদাবরে ফুফুর বাসায় রেখে পালিয়ে যান।

১৩ অক্টোবর সন্ধ্যায় তাসলিমা আক্তারের ভাই নাঈম হোসেন ও ভিকটিমের দুই মেয়ে কলাবাগান থানায় গিয়ে অভিযোগ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করে এবং ফ্রিজের ভেতর থেকে তাসলিমা আক্তারের মরদেহ উদ্ধার করে।

এরপর মামলা রুজু করে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় নজরুল ইসলামের অবস্থান শনাক্ত করে।

বুধবার(১৫ অক্টোবর) দুপুরে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম ব্রিফিং করে জানান,মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বংশালের নবাবপুর রোড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বাসার ওয়্যারড্রোব থেকে হত্যায় ব্যবহৃত ধারালো দা উদ্ধার করে পুলিশ।

ডিসি আরও জানান,দাম্পত্য কলহ ও অবিশ্বাস থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। নজরুল ইসলাম স্ত্রীকে পরপুরুষের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে নিয়মিত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। পাশাপাশি তিনি আশঙ্কা করতেন,স্ত্রী তার সম্পত্তি ও ব্যাংক হিসাবের টাকা হাতিয়ে নেবে।

মাসুদ বলেন,’চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই হন্তারক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’