মোহাম্মদপুরে সাড়াশি অভিযানে গ্রেফতার ২১
- আপডেট: ০৫:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো,খন্দকার মাহবুব রহমান (৩১),সাদ্দাম হোসেন (২৭),রাকিব (২২),রিফাত( ১৯),মহিবুল্লাহ (২৫),সুজন (২১),ইয়াসিন (৩৬),মামুন (৩৪),নাজমুল (২০),কামাল ( ৩২),আমজাদ (৩৩),প্রিয়াঙ্কা (১৮),গোলাম সারোয়ার (বয়স উল্লেখ নাই ),বাবুল,(বয়স উল্লেখ নাই ), পুতুল (বয়স উল্লেখ নাই ),ঝুমা (বয়স উল্লেখ নাই ), আনাহারুল (২১),নূর নবী (২০),হোসাইন( ১৯),রাকিব ( ২০) ও ফয়সাল (১৮)। এদের মধ্যে নারী শিশু মামলায় ২ জন,দ্রুত বিচার আইনে ৪ জন,অন্যান্য ২ জন,মাদক মামলায় ১জন,ডিএমপি ভুক্ত ৮ জন,পরোয়ান ৪ জন।
গ্রেফতারকালে ২ টি চাপাতি,২ টি লোহার রড,১২০ পাতা হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
ডিসি মো.ইবনে মিজান বলেন,বুধবার (১৫ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।





















