অর্থলগ্নি সংস্থার সামনে পর্যবেক্ষণ: টার্গেট করে মোটরসাইকেল যোগে হেলমেট পরে ছিনতাই, গ্রেফতার ২
- আপডেট: ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দীর্ঘদিন ধরে উত্তরা পশ্চিম থানা এলাকায় মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত অবস্থায় ছিনতাই করে আসা একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশ বলছে,এই চক্রটি অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামনে পর্যবেক্ষণ করে টার্গেট করে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিলো।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর মিন্টুরোডে আয়োজিত ‘ছিনতাইকৃত অর্থ ও মোটরসাইকেলসহ দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার’ প্রসঙ্গে এক সংবাদ সন্মেলনে এসব জানান ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ডিসি মো.মুহিদুল ইসলাম।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানী উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে ঢাকা আই-কেয়ার হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সাইফুল ইসলাম শাওন (৩৯) ও মো. ফারুক হোসেন (৩৮)।
মো.মুহিদুল ইসলাম বলেন, ছিনতাইকারী এই চক্রটি বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এটিএম বুথ এবং অর্থলগ্নি সংস্থার সামনে অবস্থান করে লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করত। লোকজন নগদ টাকা তুলে চলে যাওয়ার সময় তাদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে মোটরসাইকেল যোগে গতিরোধ করে বা ছোঁ মেরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে একাধিক মামলা রুজু হয়। উত্তরা পশ্চিম থানার চৌকস অফিসারদের নিয়ে একটি বিশেষ ‘ছিনতাই প্রতিরোধ টিম’ গঠন করা হয়। টিমটি প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে একই ধরনের মোটরসাইকেল ও হেলমেট লক্ষ্য করা যায়। পরবর্তীতে ১৪ অক্টোবর দুপুর আনুমানিক ০২:৪৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে ঢাকা আই-কেয়ার হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের আরেক সদস্য মো. জিল্লুর রহমান খানের সঙ্গে মিলে তারা একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। ছিনতাইকৃত অর্থ তিনজন সমভাবে ভাগ করে নিত। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গোপালগঞ্জ জেলায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত সাইফুল ইসলাম শাওনের কাছ থেকে ৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে উত্তরা এলাকায় এ ধরনের অপরাধ করে আসছিল। গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ছিনতাই মামলা রয়েছে এবং ফারুক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২ টি ছিনতাই মামলা রয়েছে।
এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।





















