পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ডিএনসির উল্লেখযোগ্য সাফল্য: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রযুক্তিনির্ভর জালিয়াতি ব্যর্থ, ১৮ পরীক্ষার্থী বহিষ্কার
- আপডেট: ০৬:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ১৮০২১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা ও অবৈধ মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে মাঠপর্যায়ের কর্মীবাহিনী—সিপাহী ও ওয়্যারলেস অপারেটরগণ—ডিএনসির কার্যক্রমের অন্যতম চালিকা শক্তি। শূন্যপদ পূরণের মাধ্যমে এই কার্যক্রম আরও গতিশীল করতে চলতি বছরের ৬ আগস্ট তারিখে সিপাহী (১৭তম গ্রেড) পদে ১০৫টি এবং ওয়্যারলেস অপারেটর (১৮তম গ্রেড) পদে ১২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর।
নির্ধারিত সময়ের মধ্যে সিপাহী পদে প্রায় ২৬ হাজার জন এবং ওয়্যারলেস অপারেটর পদে প্রায় ১১ হাজার জন প্রার্থী আবেদন করেন। বিভিন্ন ধাপে অনুষ্ঠিত শারীরিক ফিটনেস ও প্রিলিমিনারি (MCQ) পরীক্ষার পর সিপাহী পদে ১ হাজার ১৫৪ জন এবং ওয়্যারলেস অপারেটর পদে ১২৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।
এরপর আজ শনিবার(১৮ অক্টোবর) অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সিপাহী পদে ১ হাজার ৮২ জন ও ওয়্যারলেস অপারেটর পদে ১২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষাকালে অনিয়ম ও অসদাচরণের অভিযোগে ১৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিএনসি প্রতিটি পরীক্ষার ফলাফল একই দিনে প্রকাশ করে। পাশাপাশি,পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়,যাতে যেকোনো অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়।
জানা গেছে,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরীক্ষার পূর্বেই একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করে তীক্ষ্ণ পর্যবেক্ষণে রাখে ডিএনসি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় পরীক্ষার দিন অভিযান চালিয়ে ৫ জন পরীক্ষার্থীকে প্রযুক্তিনির্ভর প্রতারণার সরঞ্জামসহ এবং ১৩ জন প্রক্সি পরীক্ষার্থীকে হাতে-নাতে আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ডিএনসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করেন।
ডিএনসি জানিয়েছে,ভবিষ্যতের সকল নিয়োগ কার্যক্রমও একইভাবে স্বচ্ছ,ন্যায্য ও জালিয়াতিমুক্তভাবে সম্পন্ন করা হবে, যাতে যোগ্য প্রার্থীরাই দেশের মাদকবিরোধী অভিযানে অংশ নিতে পারেন।





















