আহত আনসার সদস্যদের দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট: ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত আনসার সদস্যদের দেখতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২১ অক্টোবর) সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্যদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল এস এম সোলায়মান,কমান্ড্যান্ট, সিএমএইচ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, হাসপাতাল ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য,গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নি-নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেয় প্রায় দুই হাজার (২,০০০) অঙ্গীভূত আনসার সদস্য। ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে ২৫ জন আনসার সদস্য আহত হন। পরে আহতদের দ্রুত সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।




















