আনসার-ভিডিপি সদস্যদের জন্য গ্রামীণ কল্যাণের সঙ্গে স্বাস্থ্যসেবা চুক্তি
- আপডেট: ০৯:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) এবং গ্রামীণ কল্যাণ হেলথকেয়ার সার্ভিসের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) আনসার-ভিডিপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় আনসার ব্যাটালিয়ন সদস্য,অঙ্গীভূত ও সাধারণ আনসার,ভিডিপি সদস্য এবং তাঁদের পরিবারবর্গ উন্নত, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। তারা গ্রামীণ কল্যাণের দেশব্যাপী ৩৩ জেলায় অবস্থিত ১৪৪টি স্থায়ী চিকিৎসা কেন্দ্র থেকে বিশেষ প্যাকেজে চিকিৎসা নিতে পারবেন।
সেবার মধ্যে থাকবে প্যাথলজি,ডায়াগনস্টিক ও হরমোন সংক্রান্ত ৬৫ প্রকার আধুনিক পরীক্ষা—যেমন ইসিজি, আল্ট্রাসনোগ্রাম,সিবিসি,ইএনটি এবং অন্যান্য পরীক্ষা। এছাড়া সেকেন্ডারি হাসপাতাল ও ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শও পাওয়া যাবে।
অনুষ্ঠানে আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন,বাংলাদেশ আনসার-ভিডিপি যেমন তৃণমূল পর্যায়ে কাজ করে,তেমনি গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যসেবাও তৃণমূলে বিস্তৃত। এই চুক্তির মাধ্যমে সদস্যরা দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সুবিধা পাবেন, যা তাঁদের কর্মক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে।
গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো.আশরাফুল হাসান বলেন,বাংলাদেশ আনসার ও ভিডিপির মতো সুবৃহৎ বাহিনীর সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশীদার হতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। এই উদ্যোগ বাহিনীর সদস্যদের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখবে।
এর আগে আনসার-ভিডিপি গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার ও ল্যাবএইড গ্রুপের সঙ্গে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পাদন করে সদস্যদের জন্য ‘সুখী’ অ্যাপের মাধ্যমে ডিজিটাল সেবা চালু করে, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
নতুন এ চুক্তি সেই উদ্যোগকে আরও বিস্তৃত করবে এবং চিকিৎসা বিলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মো.ফয়সাল আহাম্মদ ভুঁইয়া, উপমহাপরিচালক (অপারেশন্স) মো.সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো.রফিকুল ইসলাম এবং গ্রামীণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




















