শিরোনাম:
তুরাগে আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম গ্রেফতার
- আপডেট: ১১:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর তুরাগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৫৪ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।
ডিবি সূত্র জানায়,মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে তুরাগ থানাধীন নয়ানীচালা এলাকার একটি মসজিদের সামনের সড়ক থেকে অভিযান চালিয়ে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শহীদুল ইসলামের বাড়ি একই এলাকার নয়ানীচালা হরিরামপুরে। তার পিতা মেসের আলী।
ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন,’গ্রেফতার শহীদুলকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
রাজনৈতিক পরিচয়ে শহীদুল ইসলাম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৫৪নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।




















