মাধবদীতে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও গণসংযোগ
- আপডেট: ০৯:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১৮০১৯
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন শীতকালীন ও শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি হ্রাস এবং অগ্নি-দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নরসিংদী মাধবদী বাজার ফায়ার স্টেশনের উদ্যোগে মাধবদী শেখেরচর বাজার (বাবুরহাট) এলাকায় প্রজেক্টর স্ক্রিনে অগ্নি-নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কার্যক্রমে অংশগ্রহণকারীদের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের সময় করণীয়,অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় আত্মরক্ষার উপায় ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও সচেতন করা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে প্রচার চালানো হয়।
এ সময় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে সচেতনতামূলক এই উদ্যোগটি প্রাণবন্ত রূপ পায়। পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন মাধবদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো.রায়হান।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন,নিয়মিত এমন সচেতনতা প্রচারণা সাধারণ মানুষকে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে আরও সতর্ক করবে এবং নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।




















