০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

মাধবদীতে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও গণসংযোগ

  • আপডেট: ০৯:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ১৮০১৯

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন শীতকালীন ও শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি হ্রাস এবং অগ্নি-দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নরসিংদী মাধবদী বাজার ফায়ার স্টেশনের উদ্যোগে মাধবদী শেখেরচর বাজার (বাবুরহাট) এলাকায় প্রজেক্টর স্ক্রিনে অগ্নি-নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কার্যক্রমে অংশগ্রহণকারীদের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের সময় করণীয়,অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় আত্মরক্ষার উপায় ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও সচেতন করা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে প্রচার চালানো হয়।

এ সময় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে সচেতনতামূলক এই উদ্যোগটি প্রাণবন্ত রূপ পায়। পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন মাধবদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো.রায়হান।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন,নিয়মিত এমন সচেতনতা প্রচারণা সাধারণ মানুষকে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে আরও সতর্ক করবে এবং নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মাধবদীতে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও গণসংযোগ

আপডেট: ০৯:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন শীতকালীন ও শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি হ্রাস এবং অগ্নি-দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নরসিংদী মাধবদী বাজার ফায়ার স্টেশনের উদ্যোগে মাধবদী শেখেরচর বাজার (বাবুরহাট) এলাকায় প্রজেক্টর স্ক্রিনে অগ্নি-নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কার্যক্রমে অংশগ্রহণকারীদের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের সময় করণীয়,অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় আত্মরক্ষার উপায় ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও সচেতন করা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে প্রচার চালানো হয়।

এ সময় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে সচেতনতামূলক এই উদ্যোগটি প্রাণবন্ত রূপ পায়। পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন মাধবদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো.রায়হান।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন,নিয়মিত এমন সচেতনতা প্রচারণা সাধারণ মানুষকে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে আরও সতর্ক করবে এবং নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।