পুলিশ হেফাজতে খতিব মহিবুল্লাহ, চাঞ্চল্যকর নিখোঁজের পেছনের আসল ঘটনার স্বীকারোক্তি
- আপডেট: ১২:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মো.মহিবুল্লাহ মিয়াজীর চাঞ্চল্যকর নিখোঁজের পেছনের আসল ঘটনা পুলিশের তদন্তে প্রকাশ হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে,তিনি নিজের পছন্দে পঞ্চগড় গিয়েছিলেন এবং নিখোঁজ হওয়ার বিষয়টি অপহরণের ছদ্মবেশে উপস্থাপন করেছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একজন কর্মকর্তা জানান,প্রাথমিকভাবে ইসকন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। তবে তদন্তে দেখা গেছে,মুহিবুল্লাহ অপহৃত হননি। তিনি শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে নিজে পঞ্চগড় গিয়েছিলেন। এ ঘটনায় তার সহযাত্রী ও বাসের সুপারভাইজারও পুলিশের হেফাজতে রয়েছেন।
ইমাম মুহিবুল্লাহ পুলিশের কাছে প্রকৃত ঘটনা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। আজ (২৮ অক্টোবর) তাকে আদালতে তোলা হবে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে,গত ২২ অক্টোবর সকাল তিনি টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন। পরদিন পঞ্চগড় সদর ইউনিয়নের সিতাগ্রাম হেলিপ্যাড এলাকায় শিকলবাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছিল।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদক জুলকারনাইন সায়ের সামি জানান,মুহিবুল্লাহর দাবি করা অপহরণের তথ্য সিসিটিভি ফুটেজের সঙ্গে মেলে না। ফুটেজে দেখা গেছে,তিনি সকাল ৬টা ৫২ মিনিট ৪০ সেকেন্ডে ঘর থেকে বের হন,৬টা ৫৪ মিনিটে কালীগঞ্জগামী সড়কে রওনা হন এবং ফিলিং স্টেশনে পৌঁছান ৭টা ১৮ মিনিটে। ফুটেজে কোনো অপহরণের চিহ্ন দেখা যায়নি।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো.সোলেইমান জানান,পুলিশের বিভিন্ন শাখার তিন দফা পর্যবেক্ষণে ফুটেজে দেখা গেছে মুহিবুল্লাহকে ফিলিং স্টেশনের সামনে থেকে কোনোভাবে অপহরণ করা হয়নি।
পুলিশ জানাচ্ছে,নিখোঁজের এই ঘটনায় জনমনে সৃষ্ট বিভ্রান্তি পরিষ্কার করতে তদন্ত চলছে এবং প্রকৃত ঘটনা সামনে আসায় মামলার প্রকৃত বিষয়টি স্পষ্ট হবে।




















