শাহজালালে পাকস্থলীতে ৬ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক
- আপডেট: ১১:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলী থেকে বিশেষ কৌশলে পাচার করা ছয় হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএনের তথ্য অনুযায়ী,আটক ব্যক্তির নাম মো. পান্নু হাওলাদার (৩০)। তিনি বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। শনিবার (১ নভেম্বর) রাতে কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ১৪২ ফ্লাইটে ঢাকায় এসে তিনি বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে ধরা পড়েন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে এপিবিএনের সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে ১৩৬টি পোটলা বের করা হয়। এসব পোটলা খুলে মোট ৬ হাজার ৩৭৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইয়াবা চক্রের পেছনে থাকা মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।


















