১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

শাহজালালে পাকস্থলীতে ৬ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক

  • আপডেট: ১১:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ৬ হাজার ৩ ৭৮ পিস ইয়াবা বহনকালে মো. পান্নু হাওলাদার (৩০) নামে এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
তিনি বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা।

এপিবিএন জানায়,শনিবার (১ নভেম্বর) রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS-142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন পান্নু হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইটের সামনে থেকে তাকে আটক করেন।

পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে,পাকস্থলীতে ইয়াবা বহন করছিলেন। কর্তব্যরত চিকিৎসকের সহযোগিতায় এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে প্রাকৃতিকভাবে ১৩৬টি কসটেপ মোড়ানো পোটলা বের করা হয়। এসব পোটলায় মোট ৬৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক পরিবহন সত্যিই বিস্ময়কর। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড রোধে সর্বদা সতর্ক রয়েছি। বিমানবন্দর ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত না হয়, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শাহজালালে পাকস্থলীতে ৬ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক

আপডেট: ১১:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ৬ হাজার ৩ ৭৮ পিস ইয়াবা বহনকালে মো. পান্নু হাওলাদার (৩০) নামে এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
তিনি বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা।

এপিবিএন জানায়,শনিবার (১ নভেম্বর) রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS-142 ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন পান্নু হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইটের সামনে থেকে তাকে আটক করেন।

পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে,পাকস্থলীতে ইয়াবা বহন করছিলেন। কর্তব্যরত চিকিৎসকের সহযোগিতায় এক্স-রে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে প্রাকৃতিকভাবে ১৩৬টি কসটেপ মোড়ানো পোটলা বের করা হয়। এসব পোটলায় মোট ৬৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক পরিবহন সত্যিই বিস্ময়কর। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড রোধে সর্বদা সতর্ক রয়েছি। বিমানবন্দর ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত না হয়, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।