যাত্রাবাড়ীতে ৪৮৩ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার,কাভার্ডভ্যান জব্দ
																
								
							
                                - আপডেট: ০৩:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
 - / ১৮০০৭
 
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম–মো. আশিকুর রহমান আশিক।
রবিবার(২ নভেম্বর) দুপুরে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগের সদস্যরা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
সোমবার(৩ নভেম্বর) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,রবিবার সকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কিছু মাদক কারবারি কাভার্ড ভ্যানযোগে ফেন্সিডিল নিয়ে কুমিল্লা জেলা থেকে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করে। দুপুর আড়াইটার দিকে কাভার্ডভ্যানটি সেখানে পৌঁছালে গাড়ি থামানোর সিগন্যাল দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আশিককে গ্রেফতার ও কাভার্ড ভ্যানের পিছনের পাল্লা খুলে ৪৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এসময় আশিকের অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি সূত্রে জানা যায়,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
																			
																		




















