ঢাকা বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক
- আপডেট: ০৬:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার পরিচয় দিয়ে প্রতারণার সময় সংঘবদ্ধ প্রতারকচক্রের একজনকে হাতেনাতে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মো. সবুর খান (২৫)।
সোমবার (৩ নভেম্বর) সকালে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটের পূর্ব পাশের কাস্টমস হাউজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রতারণার শিকার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা মো. সুমন মিয়া (২৯) বাদী হয়ে আটককৃত সবুর খানসহ প্রতারকচক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এপিবিএন জানায়,গত রবিবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউস সংলগ্ন এলাকায় কাস্টমস কর্মকর্তার পরিচয় দিয়ে অভিযুক্ত সবুর খান ও তার সহযোগী হারেস (৩২) অভিযোগকারী সুমন মিয়ার কাছ থেকে আনুমানিক ৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরা দ্রুত অভিযানে অংশ নিয়ে সবুর খানকে নকল কাস্টমস জ্যাকেট পরিহিত অবস্থায় হাতেনাতে আটক করে। তবে তার সহযোগী হারেস স্বর্ণালঙ্কারসহ দৌড়ে পালিয়ে যায়।
সূত্র মতে,এই প্রতারকচক্র দীর্ঘদিন ধরে বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় ব্যবহার করে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী কৌশলে আত্মসাৎ করে আসছে। সম্প্রতি একই কায়দায় বেশ কয়েকজন যাত্রী প্রতারণার শিকার হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক বলেন,বিমানবন্দর ঘিরে বিভিন্ন প্রতারকচক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা চোরাচালানকারী ও প্রতারকচক্র নির্মূলে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি।




















