মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার
- আপডেট: ০৩:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো,নাকিব সাব্বির হোসেন (৪৫),মো. শিহাব (১৯),মো.শাকিল (২৯),মো. আকাশ (২৫),মো.শফিকুল ইসলাম শফি (২৫),সানি আহমেদ অন্তর (১৮),রাজন হোসেন (২৩),মো.সবুজ (২০),মো.মুন্না (২০),মো.সাঈদ সরদার ( ২২), মো. রিপন (২০),মো. রাব্বি হোসেন ( ১৯), মো.রাব্বি মুন্সি (২৪),মো.রাফি (২০),মো.ইমন (২১),মো.শামীম (২২),মো.আল-আমিন উরফে বাবু ( ২৭),মো. ফাহিম ( ১৮),মো.হাসিবুল হোসেন (১৬),মো.জাহিদ হোসেন (২৪),মো. নাহিদ হোসেন ( ৩০),রিপন খান (বসলে নাই ),সাব্বির হোসেন (বয়স উল্লেখ নাই ) মো.বেলায়েত হোসেন ( ৪৬),মো.জামিল (৩৬) ও রুহুল আমিন ( ৪৫)। এদের মধ্যে নারী শিশু নির্যাতন মামলায় ২ জন,ডাকাতের প্রস্তুতি মামলায় ৪ জন,দ্রুত বিচার আইনে ৪ জন,পরোয়ান ২ জন, ডিএমপি ভুক্ত ১৪ জন।
ডিসি মো.ইবনে মিজান বলেন,মঙ্গলবার (৪ নভেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।





















