ওসি ও ডিআইজি পরিচয়ে প্রতারণা: হাতিয়ে নেয়া হয় ১৫ লাখ টাকা, গ্রেফতার প্রতারক
- আপডেট: ০৫:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পুলিশের ওসি ও ডিআিইজি মিথ্যা পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এমনই এক প্রতারক চক্রের সদস্য মো.সাদ্দাম হোসেন (৩৫)-কে গ্রেফতার করেছে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।
বুধবার (০৫নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন।
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
জসীম উদ্দিন খান বলেন,খুরশীদ জাহান নামের এক ব্যবসায়ী গত ২৫ আগস্ট বিকেলে হোয়াটসঅ্যাপে একটি কল পান। কলদাতা নিজেকে ‘ওসি মহসিন’ পরিচয়ে জানান, আলম গাজী নামের একজন অর্থপাচারকারী আসামী তাদের হেফাজতে আছেন, যিনি খুরশীদ জাহানের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মানিলন্ডারিং করেছেন। এখন তাকেও আসামি করা হবে। এমন ভয়ভীতি দেখিয়ে প্রতারক চক্রটি তাদের দেওয়া ব্র্যাক ব্যাংক এর বিভিন্ন একাউন্টে টাকা জমা দিতে বলে।
তিনি বলেন,খুরশীদ জাহান প্রতারকদের কথায় ভীত হয়ে ব্র্যাক ব্যাংক এর একাধিক একাউন্টে তিন দফায় মোট ১৫ লাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে চক্রটি ‘ডিআইজি’ পরিচয়ে আরও ২ লাখ টাকা দাবি করলে খুরশীদ জাহানের সন্দেহ হয় এবং তিনি এই বিষয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।
তিনি বলেন, সিআইডি তদন্ত প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্য-উপাত্তের বিশ্লেষণের ভিত্তিতে সিআইডি চক্রের কার্যক্রম শনাক্ত করে এবং অপরাধকার্যের সাথে অভিযুক্তের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রামাণিত হলে অভিযান চালিয়ে চক্রের সক্রিয় সদস্য মো.সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি তার অপরাধের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয়।
গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণের পাশাপাশি চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিআইডি অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।




















