০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

ভাড়ায় চালিত মোটসাইকেল চালকদের নিয়ে পুলিশের সচেতনতা অনুষ্ঠান, প্লাস্টিকের হেলমেট ভাংলেন নিজেরাই

  • আপডেট: ০৮:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে গুলশান ট্রাফিক বিভাগে ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভারদের নিয়ে হেলমেট সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন হয়েছে। এতে চালকেরা নিজেদের এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন।

ড্রাইভারদের স্বীকারোক্তি অনুযায়ী,তাদের নিজস্ব হেলমেট শক্তপোক্ত হলেও যাত্রীদের জন্য প্রদত্ত হ্যালম্যাটগুলো হালকা প্লাস্টিকের তৈরি। এতে করে দুর্ঘটনার ক্ষেত্রে,ড্রাইভার নিজেকে সুরক্ষিত রাখতে পারলেও যাত্রীরা ঝুঁকিতে থাকবেন।

প্রোগ্রামের সময়,ড্রাইভাররা সচেতনতার জন্য নিজ হাতে প্লাস্টিক হ্যালম্যাট ভেঙে দেখিয়েছেন এর দুর্বলতা। তারা বলেন, “এটা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল মানসম্মত হ্যালম্যাট ব্যবহার নিশ্চিত করা।”

গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মিজান জানান,এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যাত্রী এবং ড্রাইভার উভয়ের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ভাড়ায় চালিত মোটসাইকেল চালকদের নিয়ে পুলিশের সচেতনতা অনুষ্ঠান, প্লাস্টিকের হেলমেট ভাংলেন নিজেরাই

আপডেট: ০৮:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে গুলশান ট্রাফিক বিভাগে ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভারদের নিয়ে হেলমেট সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন হয়েছে। এতে চালকেরা নিজেদের এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন।

ড্রাইভারদের স্বীকারোক্তি অনুযায়ী,তাদের নিজস্ব হেলমেট শক্তপোক্ত হলেও যাত্রীদের জন্য প্রদত্ত হ্যালম্যাটগুলো হালকা প্লাস্টিকের তৈরি। এতে করে দুর্ঘটনার ক্ষেত্রে,ড্রাইভার নিজেকে সুরক্ষিত রাখতে পারলেও যাত্রীরা ঝুঁকিতে থাকবেন।

প্রোগ্রামের সময়,ড্রাইভাররা সচেতনতার জন্য নিজ হাতে প্লাস্টিক হ্যালম্যাট ভেঙে দেখিয়েছেন এর দুর্বলতা। তারা বলেন, “এটা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল মানসম্মত হ্যালম্যাট ব্যবহার নিশ্চিত করা।”

গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মিজান জানান,এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যাত্রী এবং ড্রাইভার উভয়ের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা।