আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সাক্ষাৎ
- আপডেট: ০৬:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পুলিশের মহাপরিদর্শক— আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার(১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসি’র হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি।
সাক্ষাৎকালে নিকোলাস ফ্লুরি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং রেড ক্রসের চলমান কার্যক্রম সম্পর্কে আইজিপিকে অবহিত করেন।
আলোচনায় রেড ক্রস প্রতিনিধিদল দুর্যোগ ও দুর্ঘটনাকালে সংস্থাটির স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে মতবিনিময় করে।
আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির চলমান উদ্যোগ ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।





















