একদিনে ৪০ হাজার বাইক ও গাড়ি তল্লাশি, বন্ধুক-গুলি উদ্ধার
- আপডেট: ০৮:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু করেছে যৌথবাহিনী। এরই অংশ হিসেবে একদিনে ৪০ হাজারের বেশি যানবাহনে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৭ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
শাহাদাত হোসাইন জানান,গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার করা হয়েছে ১৩৯৮ জনকে। এছাড়াও মামলা ও ওয়ারেন্ট মূলে ৫২৩ জনকে গ্রেফতার করা হয়। সবমিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ১৯২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানিক কার্যক্রমে অবৈধ অস্ত্র,গোলাবারুদ ও অন্যান্য উদ্দেশ্য সংক্রান্ত তথ্য জানানো হয় আরএমপি ইউনিটের চন্দ্রিমা থানা চেকপোস্ট চলাকালীন তাজা বুলেট ১টি ও ফায়ারকৃত গুলি ১টি উদ্ধার করে।
ডিএমপি বংশাল থানা ১টি পিস্তল, ৫টি দেশীয় অস্ত্র (কিলার গিয়ার), ৩টি ছোরা ও ১টি সামুরায় উদ্ধার করে।
চট্টগ্রাম রেঞ্জের চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া থানা চেকপোস্ট চলাকালীন ১টি একনলা বন্দুক উদ্ধার করে। এছাড়াও টেকনাফ থানা ১টি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
খুলনা রেঞ্জের চুয়াডাঙ্গা জেলার থানায় ৯টি ককটেল বোমা সাদৃশ্য বস্তু, ১ রাউন্ড পিস্তলের গুলি ও ১ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে।
ঢাকা রেঞ্জের ফরিদপুর জেলায় ৩টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
রাজশাহী রেঞ্জের বগুরা জেলায় চেকপোষ্ট চলাকালীন ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানা পুলিশ চেকপোস্ট চলাকালী ২টি ধারালো ছুরি উদ্ধার করে।
এ নিয়ে মোট ১টি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১টি বন্দুক, ৩ রাউন্ড গুলি, ফায়ারকৃত গুলি ১রাউন্ড, ৩ রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্র ১১ টি ও ২২টি ককটেল উদ্ধার করে।
এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২১ হাজার ৬৩০টি মোটরসাইকেল ও ১৯ হাজার ৯৪ টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ মোট ছয় জনকে গ্রেফতার করা হয়।




















