০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

যাত্রাবাড়ীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক তিন

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ১০:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০,০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. জহির আহম্মেদ (৩৭), মো. হাবিব (১৯) ও মো. নাজিম উদ্দিন (৩২)। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ফ্রিজার ভ্যানও জব্দ করা হয়।

বুধবার (২৩ জুলাই ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিবি-গুলশান বিভাগের একটি আভিযানিক দল দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী অংশে অভিযান চালায়। এ সময় তিন মাদক কারবারিকে ১০ হাজার ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যে জানা যায়—কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান ঢাকায় এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছে একটি চক্র। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক তিন

আপডেট: ১০:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০,০০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. জহির আহম্মেদ (৩৭), মো. হাবিব (১৯) ও মো. নাজিম উদ্দিন (৩২)। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ফ্রিজার ভ্যানও জব্দ করা হয়।

বুধবার (২৩ জুলাই ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিবি-গুলশান বিভাগের একটি আভিযানিক দল দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী অংশে অভিযান চালায়। এ সময় তিন মাদক কারবারিকে ১০ হাজার ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যে জানা যায়—কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান ঢাকায় এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছে একটি চক্র। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।