মোহাম্মদপুরে সাংবাদিকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেফতার,চারপুলিশ সদস্য ক্লোজ

- আপডেট: ০৪:১৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৪
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো— ইউসুফ, সিয়াম এবং জহুরুল। এই ঘটনায় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বছিলা রোড থেকে মোবাইলটি ছিনতাই হয়। এরপর ওই সাংবাদিক নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। যা মুহুর্তে ভাইরাল হয়।
এই ঘটনার পর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান, এডিসি জুয়েল রানার সার্বিক তত্বাবধানে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান ও একাধিক টিম সরাসরি অভিযান পরিচালনা করে। পরে শুক্রবার (২৫ জুলাই) দুপুরে পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। যার মধ্যে রয়েছেন— এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং দু’জন পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।