উত্তরায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

- আপডেট: ০৩:৫৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বিমানবন্দর থানাধীন বাবুস সালাম মসজিদ ও এতিমখানা সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ।
শনিবার (২৬ জুলাই) দুপুরে ডিবির একটি দল ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে অবস্থান নিয়ে এই অভিযান পরিচালনা করে। এ সময় রুবেল মিয়া ওরফে কাওসার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
রুবেলের স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডীবার দক্ষিণপাড়া এলাকায়। সে ভৈরব পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে কালিপুর মধ্যপাড়া এলাকার সাগরের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অভিযানে তার কাছ থেকে ১৬ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া এ তথ্য জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজাসহ গ্রেফতার রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, রাজধানীতে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা বিভাগের অভিযান আরও জোরদার করা হবে।