১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

সাবেক এমপি শাম্মীর বাড়িতে চাঁদা আনতে গিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যসহ ৫ জন গ্রেফতার

সোনালী খবর
সোনালী খবর
  • আপডেট: ১০:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • /

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাটে চাঁদা নিতে গিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের এক সদস্যসহ পাঁচজনকে আটক করেছে গুলশান মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে সংগঠনের সদস্য আব্দুর রাজ্জাক বিন সোলায়মান রিয়াদ এবং তার সহযোগী অপু অন্যতম বলে পুলিশ জানিয়েছে।

গুলশান মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুলাই) রাত আটটার দিকে গুলশান ৮৩ নম্বর রোডের একটি ফ্ল্যাটে এই চাঁদাবাজির ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটটি সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের মালিকানাধীন।

থানা পুলিশের ভাষ্যমতে, এর আগে গত ১৭ জুলাই আটক ব্যক্তিরা শাম্মী আহমেদের বাসায় গিয়ে তার স্বামীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তার স্বামী ১০ লাখ টাকা প্রদান করলেও বাকি অর্থ দিতে অস্বীকৃতি জানান। এর ধারাবাহিকতায় শনিবার রাতে পুনরায় তারা শাম্মী আহমেদের বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার দাবি করে।

তখনই ভুক্তভোগী দম্পতি পুলিশের সহায়তা চান। খবর পেয়ে গুলশান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে। অভিযুক্ত বাকিরা হলেন- সাকাদাউন সিয়াম, নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদার, আমিনুল ইসলাম ও ইব্রাহীম হোসেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ এ ঘটনায় একটি চাঁদাবাজি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

কে এই শাম্মী?

শাম্মীর বাবা প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-১০ আসন থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালেও তিনি বরিশাল-৪ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন, যদিও ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী শাহ এম. আবুল হোসেনের কাছে পরাজয়ের পর তিনি রাজনীতি থেকে অবসর নেন। শাম্মী তার পিতার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে পঙ্কজ দেবনাথের পরিবর্তে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান। তবে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব থাকার কারণে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। পরে তাকে সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য করা হয় এবং শেখ হাসিনার সরকারের পতন পর্যন্ত তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাবেক এমপি শাম্মীর বাড়িতে চাঁদা আনতে গিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যসহ ৫ জন গ্রেফতার

আপডেট: ১০:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাটে চাঁদা নিতে গিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের এক সদস্যসহ পাঁচজনকে আটক করেছে গুলশান মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে সংগঠনের সদস্য আব্দুর রাজ্জাক বিন সোলায়মান রিয়াদ এবং তার সহযোগী অপু অন্যতম বলে পুলিশ জানিয়েছে।

গুলশান মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুলাই) রাত আটটার দিকে গুলশান ৮৩ নম্বর রোডের একটি ফ্ল্যাটে এই চাঁদাবাজির ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটটি সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের মালিকানাধীন।

থানা পুলিশের ভাষ্যমতে, এর আগে গত ১৭ জুলাই আটক ব্যক্তিরা শাম্মী আহমেদের বাসায় গিয়ে তার স্বামীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তার স্বামী ১০ লাখ টাকা প্রদান করলেও বাকি অর্থ দিতে অস্বীকৃতি জানান। এর ধারাবাহিকতায় শনিবার রাতে পুনরায় তারা শাম্মী আহমেদের বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার দাবি করে।

তখনই ভুক্তভোগী দম্পতি পুলিশের সহায়তা চান। খবর পেয়ে গুলশান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে। অভিযুক্ত বাকিরা হলেন- সাকাদাউন সিয়াম, নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদার, আমিনুল ইসলাম ও ইব্রাহীম হোসেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ এ ঘটনায় একটি চাঁদাবাজি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

কে এই শাম্মী?

শাম্মীর বাবা প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-১০ আসন থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালেও তিনি বরিশাল-৪ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন, যদিও ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী শাহ এম. আবুল হোসেনের কাছে পরাজয়ের পর তিনি রাজনীতি থেকে অবসর নেন। শাম্মী তার পিতার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে পঙ্কজ দেবনাথের পরিবর্তে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান। তবে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব থাকার কারণে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। পরে তাকে সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য করা হয় এবং শেখ হাসিনার সরকারের পতন পর্যন্ত তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান।