খিলক্ষেতে র্যাব-১’র অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৪

- আপডেট: ০৭:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর খিলক্ষেত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ চারজন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি মাইক্রোবাসসহ নগদ টাকা ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
রবিবার ( ৭ সেপ্টেম্বর রাতে র্যাব-১ খিলক্ষেত থানাধীন ঢাকা রিজেন্সি হোটেলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি চেকপোস্ট থেকে তাদেরকে গ্রেফতার করে।
র্যাব-১ অধিনায়ক আশিকুর রহমান জানিয়েছেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট ও নজরদারি অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় গতরাতে একটি বিশেষ টহল দল খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ঢাকা রিজেন্সি হোটেলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন মাইক্রোবাস তল্লাশি করে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলো— গোলাম মাওলা কায়েছ, নাসিম রেজা, আবুল কালাম আজাদ এবং পিয়ার হোসেন।
তাদের ব্যবহৃত মাইক্রোবাস তল্লাশি করে ১টি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, দুইটি ওয়ান শ্যুটারগান, দুইটি কার্তুজ, ১টি মাইক্রোবাস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে— জানান আশিকুর রহমান।
র্যাব-১ সূত্রে জানা যায়, রাজধানীসহ সারাদেশে সন্ত্রাস ও অস্ত্রবাজি দমনে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে র্যাব সবসময় সজাগ রয়েছে।