ভৈরবে র্যাবের অভিযানে ২০ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার
- আপডেট: ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০২৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকা মূল্যের ১০২ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব ১৪ সিপিসি ২ ভৈরব ক্যাম্প সদস্যরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১.৪০ মিনিটে শহরের সিরাজনগর এলাকায় এ ঘটনা ঘটে। মাদক কারবারি পরশ খান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের চর চারতলা এলাকার মো. রবিন মিয়ার ছেলে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে র্যাব-১৪ এর সিপিসি-২ ভৈরব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুত্তাজুল ইসলাম।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শহরেরর সিরাজনগর জামে মসজিদ এলাকায় র্যাবের একটি টিম অভিযান পরিচালনা করেন।
তথ্যমতে,একটি প্রাইভেটকার আসতে দেখে থামানোর সিগন্যাল দিলে পরশ খান নামে মাদক কারবারী সুকৌশলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করে তল্লাশি চালিয়ে একান্নটি বস্তায় রক্ষিত ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটজারটিও জব্দ জরা হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া মাদক কারবারি পরশ খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ লক্ষ ৪০ হাজার টাকা হতে পারে।
এছাড়া মাদক বহনে ব্যবহৃত সাদা রঙের AXIO প্রাইভেটকার যার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-গ-২৯-৪৬৪৮। জব্দ করা হয়েছে।
এছাড়াও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় আলামতসহ মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে পলাতক আসামীদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।




















