অর্থ মন্ত্রণালয়ের সম্মতির অপেক্ষায়: আনসার-ভিডিপি সদস্যদের বকেয়া ১৯.৮১ কোটি টাকার ভাতা অনুমোদনের অপেক্ষায়: সদরদপ্তর
- আপডেট: ০৫:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০৫৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন বিভিন্ন গুদাম ও উপকরণ সরবরাহ ইউনিটে নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৯২২ জন সদস্যের বকেয়া বেতন-ভাতার বিষয়টি নিষ্পত্তির পথে বলে জানিয়েছে আনসার সদরদপ্তর।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,এই দীর্ঘস্থায়ী মানবিক ও মৌলিক অধিকারসংক্রান্ত সমস্যার সমাধানে বাহিনীর মহাপরিচালক শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,ভাতা-বেতন জটিলতার দ্রুত সমাধানে আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালক একাধিকবার পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। সেই সঙ্গে বিভিন্ন উচ্চপর্যায়ের মিটিংয়েও এই বিষয়ে সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি।
সদরদপ্তরের অপারেশন শাখার মাধ্যমে বারবার যোগাযোগ এবং তদবিরের ফলে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে শুরু করেন।
উল্লেখযোগ্য অগ্রগতির অংশ হিসেবে চলতি মাসের ২৮ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একটি চিঠির মাধ্যমে অর্থ বিভাগের সচিবকে ভূতাপেক্ষভাবে ১৯,৮১,০৯,৮০০ টাকা (উনিশ কোটি একাশি লক্ষ নয় হাজার আটশত টাকা) রাজস্ব খাত হতে পুনঃউপযোগনের মাধ্যমে বরাদ্দ প্রদানের প্রশাসনিক অনুমোদনে সম্মতি প্রদানের জন্য অনুরোধ জানায়।
সদরদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,বাহিনীপ্রধান গতকাল (সোমবার) অর্থসচিবের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বিষয়টি আবারও গুরুত্বসহকারে উপস্থাপন করেছেন এবং দ্রুত মানবিক এই সমস্যা সমাধানে বিশেষ অনুরোধ জানিয়েছেন।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া মাত্রই ভুক্তভোগী ভিডিপি সদস্যদের প্রাপ্য বকেয়া বেতন-ভাতা পরিশোধ শুরু করা হবে।
প্রসঙ্গত,কেন্দ্রীয় ও আঞ্চলিক গুদামসহ মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ভিডিপি সদস্যদের এ বকেয়া পরিশোধ বহুদিন ধরে ঝুলে ছিল,যা এবার সমাধানের দ্বারপ্রান্তে বলে আশা করা হচ্ছে।











