“Joy of Giving”: ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দাতব্য নৈশভোজ
- আপডেট: ০২:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১৮০২২
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিবছরের মতো আইএইচজি হোটেলস অ্যান্ড রিসর্টস সেপ্টেম্বর মাসকে উদযাপন করছে Giving for Good Month—একটি বৈশ্বিক উদ্যোগ, যেখানে সহমর্মিতা,দানশীলতা ও সমাজসেবার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এরই অংশ হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান আয়োজন করেছে বিশেষ দাতব্য নৈশভোজ “Joy of Giving”।
মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিল আভিজাত্য,রুচিশীলতা ও মানবিকতার এক অনন্য সমন্বয়। সন্ধ্যার মূল লক্ষ্য ছিল অনুদানের মাধ্যমে মজার স্কুল ও ওদম্মো বাংলাদেশ ফাউন্ডেশনকে সহায়তা প্রদান। এ দুটি প্রতিষ্ঠান সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা,যত্ন,আবাসন ও ক্ষমতায়নে কাজ করছে।
অনুষ্ঠানে এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ খাওয়ালদেহ পরিবেশন করেন একটি বৈচিত্র্যময় আন্তর্জাতিক বুফে ডিনার। পাশাপাশি দর্শকরা উপভোগ করেন Cassette ব্যান্ডের প্রাণস্পর্শী লাইভ মিউজিক, রসিকতাপূর্ণ স্ট্যান্ড-আপ কমেডি এবং মজার স্কুলের শিশুদের আন্তরিক সাংস্কৃতিক পরিবেশনা।
ক্রাউন প্লাজা ঢাকা গুলশান জানিয়েছে,সংগৃহীত প্রতিটি অনুদান সরাসরি ব্যয় হবে মজার স্কুল ও ওদম্মো বাংলাদেশ চিলড্রেনস ভিলেজের উন্নয়নে—যেখানে আবাসন,শ্রেণীকক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
অনুষ্ঠানের সফল আয়োজন সম্ভব হয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস,লেটেস্ট গার্মেন্টস লিমিটেড,কলয়ার প্যাকেজিং লিমিটেড ও সিটি ব্যাংক পিএলসি-র সহযোগিতায়। আয়োজকরা জানান,এই দাতব্য নৈশভোজ শুধু বিনোদন নয়; এটি ছিল আশার আলো ছড়িয়ে দেওয়ার এক সম্মিলিত প্রয়াস।





















