০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪

  • আপডেট: ০৭:৩৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / ১৮০২০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলো,জাহিদুল ইসলাম (৩৭),বাদশা (২৭),স্বাধীন (২৩),আলাউদ্দিন (৪৬),শিপন (২৭),রাসেল (২৪),সম্রাট (২৬),মিরাজ ইকবাল প্রিন্স (২৬),ফজলে রাব্বি রিফাত (২০),শাহ আলম (৩০),সিয়াম (২০),ফারুক (৩৫), সাজ্জাদ (৩০) ও সুমন (২৪)। এদের মধ্যে মাদক মামলায় ২ জন,ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন,দ্রুত বিচার আইনে ৩ জন,প্রতারণা ও চাঁদাবাজী মামলায় ১ জন,সাজা পরোয়ানা ২ জন,ডিএমপি ভুক্ত ৫ জন।

এ সময় তাদের কাছ থেকে ১ টি ওয়াকিটকি ও ২ টি চার্জার,১ পিস্তল,২ টি ম্যাগাজিনসহ,১টি হোলডার যাহা পিস্তল রাখার কাজে ব্যবহার করে,১ টি প্রাইভেট কার,১ টি স্মার্ট মোবাইল ফোন,১ টি কালো রংয়ের লোহার স্টিক,২ টি আইডি কার্ড,১ টি স্টার্ন ব্যাংক পিএলসি এর ভিসা সিংচার কার্ড,২১ পিচ ইয়াবা ট্যাবলেট,৬৬ পাতা কথিত হেরোইন,মাদক বিক্রয়ের নগদ অর্থ ২২০০,১ টি বাটন ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,বৃহস্পতিবার (২ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪

আপডেট: ০৭:৩৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলো,জাহিদুল ইসলাম (৩৭),বাদশা (২৭),স্বাধীন (২৩),আলাউদ্দিন (৪৬),শিপন (২৭),রাসেল (২৪),সম্রাট (২৬),মিরাজ ইকবাল প্রিন্স (২৬),ফজলে রাব্বি রিফাত (২০),শাহ আলম (৩০),সিয়াম (২০),ফারুক (৩৫), সাজ্জাদ (৩০) ও সুমন (২৪)। এদের মধ্যে মাদক মামলায় ২ জন,ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন,দ্রুত বিচার আইনে ৩ জন,প্রতারণা ও চাঁদাবাজী মামলায় ১ জন,সাজা পরোয়ানা ২ জন,ডিএমপি ভুক্ত ৫ জন।

এ সময় তাদের কাছ থেকে ১ টি ওয়াকিটকি ও ২ টি চার্জার,১ পিস্তল,২ টি ম্যাগাজিনসহ,১টি হোলডার যাহা পিস্তল রাখার কাজে ব্যবহার করে,১ টি প্রাইভেট কার,১ টি স্মার্ট মোবাইল ফোন,১ টি কালো রংয়ের লোহার স্টিক,২ টি আইডি কার্ড,১ টি স্টার্ন ব্যাংক পিএলসি এর ভিসা সিংচার কার্ড,২১ পিচ ইয়াবা ট্যাবলেট,৬৬ পাতা কথিত হেরোইন,মাদক বিক্রয়ের নগদ অর্থ ২২০০,১ টি বাটন ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,বৃহস্পতিবার (২ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।