০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৩২

  • আপডেট: ০৪:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ১৮০১৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৬৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এক হাজার ১২২ জন। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫১০ জন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে এক হাজার ৬৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত এক হাজার ১২২ জন এবং অন্যান্য ৫১০ জন।

অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ানগান, দুই রাউন্ড কার্তুজ, দুটি তরবারি, একটি রামদা, চারটি চাপাতি, তিনটি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৩২

আপডেট: ০৪:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৬৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এক হাজার ১২২ জন। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫১০ জন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে এক হাজার ৬৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত এক হাজার ১২২ জন এবং অন্যান্য ৫১০ জন।

অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ানগান, দুই রাউন্ড কার্তুজ, দুটি তরবারি, একটি রামদা, চারটি চাপাতি, তিনটি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।