নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচ শুরু
- আপডেট: ১২:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১৮০২০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ০৯.০০ ঘটিকায় নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শুরু হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব কুসুম দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের ট্রেনিং,ক্যারিয়ার প্লানিং অ্যান্ড মিডিয়া শাখার অতিরিক্ত দায়িত্বে থাকা পুলিশ সুপার মারুফা ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সংশ্লিষ্ট অফিসার এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।
জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, আইনের যথাযথ প্রয়োগ এবং জনআস্থা বৃদ্ধিতে পুলিশের ভূমিকা জোরদারের উদ্দেশ্যে এই প্রশিক্ষণ আয়োজিত হয়েছে।
‘পুলিশি ব্যবস্থায় আইনের যথাযথ প্রয়োগ ও জনআস্থা বৃদ্ধিতে পুলিশের করণীয়’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের নির্ধারিত ভেন্যুগুলোতে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য এ নির্বাচনি প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
এরই অংশ হিসেবে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে দ্বিতীয় ব্যাচের এই প্রশিক্ষণ শুরু হয়েছে, যা আগামী ১৩ অক্টোবর সম্পন্ন হবে।
উল্লেখ্য, প্রথম ব্যাচের প্রশিক্ষণ গত ৫ অক্টোবর হতে ৭ অক্টোবর ২০২৫ খ্রি. পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।





















