নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- আপডেট: ০৬:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১৮০১৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
থাকবে পুলিশ জনপদে,ভোট দিবেন নিরাপদে এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে শুরু হয়েছে পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের কার্যক্রম।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মো.আব্দুল্লাহ্-আল-ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো.মনজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান,প্রশিক্ষকবৃন্দ ও অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের সদস্যরা যাতে আরও পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের কর্তব্য পালন করতে পারেন— সেটিই এই কোর্সের মূল লক্ষ্য।
প্রশিক্ষণ কোর্সে নির্বাচনী আইন,নিরাপত্তা ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ,নৈতিকতা ও আচরণবিধি,এবং মাঠপর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের কৌশলসহ নানা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা হবে।




















